Homeখেলাফেনীতে মধ্যরাতে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা

ফেনীতে মধ্যরাতে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সাকিব-লিটনদের উৎসাহ দিতে দেশের ক্রীড়ামোদীরা বরাবরই ব্যতিক্রম। সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ফেনীতেও।

শুক্রবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে ক্রিকেট প্রেমীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ দলের জার্সি পরে দেশের পতাকা হাতে নিয়ে ঢাকঢোল পিটিয়ে অংশ নেন কয়েকশ’ ক্রিকেটভক্ত।

শোভাযাত্রাটি ট্রাংক রোড শহীদ মিনার চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। শোভাযাত্রায় ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়েছেন।

শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন ক্রিকেটপ্রেমীরা। ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের ক্রীড়া সম্পাদক রানা হাসান বলেন, ‘আমাদের দেশে খেলা নিয়ে ক্রীড়ামোদীদের সবসময় বাড়তি আগ্রহ থাকে। কিছুদিন আগেও ফুটবল বিশ্বকাপে ফেনীর দর্শকরা স্মরণীয় একটি শোভাযাত্রা করেছিল। পাশাপাশি বিশ্বকাপ জুড়ে একসাথে বসে খেলা দেখে সবাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করি, বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপ মঞ্চে ভালো কিছু করবে।’

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানাতে মধ্যরাতে ফেনীর ক্রীড়ামোদী মানুষজন একত্রিত হয়েছে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’

গণমাধ্যমকর্মী আরিফুল আমিন রিজভী বলেন, ‘বাংলাদেশ দল মাঠে খেলছে। আমরা বাইরে থেকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি, এসব আয়োজন দলকে অনুপ্রেরণা জোগাবে।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন