Homeখেলাসাকিবের অধিনায়কত্বে মুগ্ধ ডেল স্টেইন

সাকিবের অধিনায়কত্বে মুগ্ধ ডেল স্টেইন

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন জয়ের দিনে অধিনায়ক সাকিব আল হাসানের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।

শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক ধর্মশালায় টাইগার বোলারদের তোপে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে শান্ত ৫৯ ও মিরাজ ৫৭ রানের ইনিংস খেলেন।

ডেল স্টেইন বলেন, ‘উপমহাদেশের দলগুলোর ডিএনএ’র মধ্যে স্পিন জিনিসটা আছে। যখনই ওরা বিপদ দেখে, স্পিনার নিয়ে আসে। সাকিবও এখানে ব্যাতিক্রম কিছু করেনি। যখনই ওর মনে হয়েছে উইকেট প্রয়োজন সে স্পিনার (নিজেকে) নিয়ে এসেছে। এরপরই উইকেট পড়তে শুরু হয়। আফগানিস্তান জুটিই গড়তে পারেনি, তারা ড্রিংস ব্রেক শেষেই দ্বিতীয় উইকেট হারায়।’

দক্ষিণ আফ্রিকান পেসার বলেন, ‘আমি গুরবাজকে দেখেছি রাগে ব্যাট ছুঁড়ে মারতে। কিন্তু পরের ওভারেই সে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে আউট হয়। এরপর একে একে উইকেট পড়া শুরু হয়। সাকিব খুব ভালোভাবে জানে, কাকে কখন বোলিংয়ে আনতে হবে। পেসারদেরও সে সময়মত নিয়ে আসে। এরপর আবার সে স্পিনে ফিরেছে, অসাধারণ নেতৃত্বগুণ। এই টুর্নামেন্টে এমনটা হয়ে আসছে, অধিনায়ক বুঝতে পারছে কি করতে হবে। নিউজিল্যান্ড বলুন বা বাবরকে দেখুন। আজকে সাকিবও এটাই করেছে। ভালো অধিনায়কত্ব করেছে সে।’

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন