Homeআন্তর্জাতিক২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বলল ইসরাইল

২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়তে বলল ইসরাইল

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এবার ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘর ছাড়তে বলেছে ইসরাইল।

ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন,

‘গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীদের শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।’

ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।

এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ এক ‘দীর্ঘ ও জটিল’ যুদ্ধের মধ্যে প্রবেশ করেছে। হামাসের প্রাণঘাতী হামলার ফলেই এ যুদ্ধ শুরু হয়েছে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন