Homeরাজনীতিষড়যন্ত্রকারীরা সফল হবে না

ষড়যন্ত্রকারীরা সফল হবে না

নির্বাচনকে ঘিরে যতই গুজব ছড়ানো হোক, ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচন বানচালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে ঘিরে যতই গুজব ছড়ানো হোক, ষড়যন্ত্রকারীরা সফল হবে না।

কৃষিমন্ত্রী বলেন, সব নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কি করেছি, কি আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করি। সে আলোকে আমরা সব নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করা হয়েছে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। গত নির্বাচনে ছিল ‘গ্রাম হবে শহর’।

তিনি আরও বলেন, ২০২০ সালে করোনা মহামারি এবং পরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে আমাদের অর্থনীতির ওপর বড় আঘাত আসে। সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জন সম্ভব হয়নি। আমাদের অর্থনীতিও টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। সেগুলো মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, আমরা এবারও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি অর্জন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা আট ভাগ, তা সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আমাদের আরও কিছু সময় লাগবে।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন