Homeপড়াশোনা১ জানুয়ারি নতুন বই বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষামন্ত্রী

১ জানুয়ারি নতুন বই বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পহেলা জানুয়ারি শিক্ষার্থীরা যাতে নতুন বই হাতে পায় সে লক্ষ্যে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পরিস্থিতি যাই হোক, আশা করছি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কোনো রকমের সমস্যা হবে না।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৩শ আসনের বিপরীতে হাজার হাজার প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন কেন? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল হিসেবে ভোটের মাঠে একাধিক প্রার্থী দাঁড়াতে চাওয়াটা অযৌক্তিক নয়। কেননা প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সবার মনোনয়ন চাইবার গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত। অতএব নিজেকের প্রার্থী বিবেচনায় এনে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছে কিনা সেটাই দেখার বিষয়।

ডা. দীপু মনি আরও বলেন, নির্বাচনী মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা! আমাদের (আওয়ামী লীগ) ও এন্টি আওয়ামী লীগ কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম সেটা পরে বোঝা যাবে। আমরা চাই নির্বাচনে সব দলই অংশগ্রহণ করুক। একটি উৎসব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার বেছে নিক।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন