Homeআন্তর্জাতিকসোনিয়া গান্ধী হাসপাতালে

সোনিয়া গান্ধী হাসপাতালে

বুকে সংক্রমণ

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুকে ইনফেকশন বা সংক্রমণের কারণে শনিবার সন্ধ্যায় দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি (সোনিয়া গান্ধী) বুকের ইনফেকশনে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় রুটিন চেক-আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সোনিয়া গান্ধী চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। বর্তমানে অনেকটাই সুস্থ আছেন তিনি।

এর আগেও চলতি বছর দুই দফায় হাসপাতালে ভর্তি হন সোনিয়া গান্ধী।

গত জানুয়ারির ১২ তারিখে তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। সে সময় পাঁচদিন হাসপাতালে ছিলেন তিনি। এরপর জ্বর নিয়ে মার্চের ২ তারিখে একই হাসপাতালে ভর্তি হন এই কংগ্রেস নেত্রী।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন