Homeসর্বশেষরাঙ্গামাটিতে পর্যটকবাহী বোটে আগুন

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোটে আগুন

রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে পর্যটকবাহী বোটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বোটে ছয় পর্যটক ছিলেন। সবাই নিরাপদে আছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জেলার কাইন্দারমুখ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।

পর্যটকরা জানান, সকালে সুবলং ঝর্ণায় যাওয়ার পথে কাইন্দারমুখ এলাকায় পৌঁছালে অস্ত্রধারী পাঁচজন সকলের মোবাইল ফোন নিয়ে বোট থেকে নামিয়ে দেয়।

বোট চালক গিয়াস বলেন, পর্যটকদের নামিয়ে বোটসহ আমাকে পাশের একটি টিলায় নিয়ে গিয়ে বোটটি জ্বালিয়ে দেয়। পরে অন্য আরেকটি টিলায় আমাকে নামিয়ে দিয়ে চলে যায়।

তিনি আরও জানান, তারা পাঁচ জন ছিলেন এবং সবার হাতে অস্ত্র ছিল। তারা বলেছে, চাঁদা পরিশোধ না করা পর্যন্ত কোন পর্যটকবাহী বোট যাতে সুবলং না যায়। পরে পর্যটকদের রাঙামাটি নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন মোবাইল ফোনে বলেন, ঘটনার খবর পেয়ে আমি টিমসহ ঘটনাস্থলে আছি। ফিরে বিস্তারিত জানাবো।

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন